প্রাইভেট কারের সাইলেন্সার পাইপের মধ্যে প্রায় কোটি টাকার ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে আনোয়ার হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৬ অক্টোবর) নগরীর বায়েজিদ বোস্তামি থানার বায়েজিদ লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার গাজীপুর জেলার সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ড্রাইভিং পেশার আড়ালে তিনি ইয়াবা পাচার করছিলেন।
শনিবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানিয়েছে, কক্সবাজার থেকে প্রাইভেট কারে গাজীপুর ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৬৪০ ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আনোয়ার মূলত ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পন্থায় কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও গাজীপুর এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত ইয়াবার দাম আনুমানিক এক কোটি টাকা বলে জানায় র্যাব।
বাংলা৭১নিউজ/এসএইচ