রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮ নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ

আমাদের ভুলের শাস্তি শেখ হাসিনাকে দেবেন না : পলক

নাটোর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় একটি বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের কাছে অনুরোধ জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হয়ত আমার ব্যক্তিগতভাবে ছোটখাট ভুলত্রুটি থাকতে পারে। স্থানীয় মেম্বার-চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, রাজনৈতিক প্রতিনিধিদের ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের কোনো ছোট ভুলের কারণে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে বড় কোনো শাস্তি দেবেন না।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সিংড়ার কলম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে সিংড়াবাসীকে তার কুফল ভোগ করতে হয়।‌ স্থানীয় কোনো নেতা-কর্মীর ভুলের কারণে যদি ভুল সিদ্ধান্ত নেন, যদি নৌকা মার্কায় ভোট না দেন তাহলে সিংড়াবাসীর কী দুরবস্থা হয় তা ৩৭ বছর দেখেছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বিগত ৩৭ বছরে তারা (জাতীয় পার্টি-বিএনপি) সিংড়ায় ৩০ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ দিতে পারেনি। আমরা গত ১৪ বছরে শতভাগ পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। ২ হাজার ৪০০ গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর নির্মাণ করে দিয়েছি।

তিনি আরও বলেন, এখন সিংড়ার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ হাজার ছেলে-মেয়ে পড়াশোনা করছে। তাদের পড়াশোনা শেষ করে এই সিংড়ার মাটিতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করছি। যেখান থেকে আগামী পাঁচ থেকে ১০ বছরে ২০ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রকি, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com