সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮ নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ

প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধ মাকে হত্যা করলেন ছেলে

বগুড়া প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মা জাহেরা বেওয়াকে (৮২) হত্যা করেছেন ছেলে হেলাল উদ্দিন। গ্রেফতারের পর হত্যার দায় স্বীকার করেছেন ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এ তথ্য জানান। গত রোববার বিকেলে ঢাকার মানিকগঞ্জে অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করে র‌্যাব।

নিহত জাহেরা বেওয়া বগুড়ার সোনাতলা উপজেলার গাড়মাড়া গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। ২৬ আগস্ট জাহেরা বেওয়াকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ছেলে কামাল শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সোনাতলা থানায় মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে হেলালের স্ত্রী সকিনা বেগমকে (৪১) গ্রেফতার করে। পুলিশের রিমান্ডে সকিনা স্বামীর যোগসাজশে শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরপর থেকে হেলালকে গ্রেফতারে মাঠে নামে র‌্যাব।

র‌্যাব জানায়, কয়েকবছর যাবত গাড়মাড়া গ্রামে ৪৫ শতক জমি নিয়ে ইউপি সদস্য টুকু মিয়া ও তার ভাতিজা স্কুলশিক্ষক জুলফিকার আলীর সঙ্গে হেলালের বিরোধ চলে আসছিল। কোনোভাবেই সম্পত্তির দখল নিতে না পেরে টুকু ও জুলফিকারকে ফাঁসাতে নিজের মাকে হত্যার পরিকল্পনা করেন হেলাল।

এর জেরে ২৬ আগস্ট দিনগত রাতে জাহেরা বেওয়াকে গলা কেটে হত্যা করা হয়। পরে হেলাল ও সকিনা পুলিশের তদন্তে নানাভাবে টুকু ও জুলফিকারকে জড়ানোর চেষ্টাও করেন। তবে জাহেরার পুত্রবধূ সকিনার আচরণ সন্দেহজনক মনে হলে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে হেলালকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার কথা স্বীকার করেন। সোমবার সন্ধ্যার দিকে তাকে সোনাতলা থানা পুলিশে সোপর্দ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com