এডিসি হারুন এখনো ঢাকায় অবস্থান করছেন। তিনি রংপুরের কর্মস্থলে যোগ দেননি। বর্তমানে তিনি ঢাকার বাসায়ই থাকছেন। এদিকে এডিসি সানজিদা আফরিন ডিএমপি সদর দপ্তরে নিয়মিত অফিস করছেন বলে জানা গেছে।
এদিকে ডিসি হারুন অর রশীদ ও সানজিদা আফরিনকে নিয়ে সমালোচনা এখনো থামেনি। তাদের বিয়ে হয়েছে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। দুজনের একটি ছবিও বের হয়েছে। যদিও সানজিদার পরিবার বলছে বিষয়টি সত্য না। তবে প্রশ্ন সেখানে না। ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে মারধরের ঘটনায় বরখাস্ত হওয়া হারুন অর রশীদ ও এ ঘটনায় নাম জড়িয়ে যাওয়া সানজিদা এখন কোথায় আছেন?
এডিসি হারুনের রংপুরে যোগদানের বিষয়ে রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক সংবাদমাধ্যমকে বলেন, হারুন অর রশীদ এখনো রংপুর রেঞ্জে যোগ দেননি। শুক্রবার হয়তো, তাই তিনি আসেননি। অফিস ডেতে তিনি আসবেন হয়তো।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। এতে ডিএমপির রমনা জোনের তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে ১০ সেপ্টেম্বর দুবার বদলি করা হয়।
প্রথমে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হারুন অর রশীদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। আবার এক দিন পরেই তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।
এ ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত ৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে এডিসি সানজিদাকে কেন্দ্র করে এডিসি হারুনকে মারধরের অভিযোগ উঠে আজিজুল হকের বিরুদ্ধে।
বাংলা৭১নিউজ/এবি