উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট অংশ। আর কয়েক ঘণ্টা পর সাড়ে ১১ কিলোমিটার দূরত্বের পথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ৬টা থেকে সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। আর তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত বাকি অংশ আগামী বছরের জুনে চালু করার লক্ষ্য ঠিক করছে সরকার। দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে রেললাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে এই উড়ালসড়ক।
তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব যানবাহন চলতে পারবে না। কিছু যানবাহনের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল করতে পারবে না। উঠতে পারবে না পথচারী, রিকশাসহ তিন চাকার গাড়ি। শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচল করতে পারবে। এজন্য ওইসব গাড়িকে টোল গুনতে হবে।
প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০, বাস ও মিনিবাস ১৬০, মাঝারি ট্রাক ৩২০ এবং ভারি ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে।
বাংলা৭১নিউজ/এবি