জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশ’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকা এখন পরিণত হয়েছে মিছিলের নগরীতে। শহরের নানা সড়ক হয়ে মিছিল এসে মিলিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
মিছিলে এবং সমাবেশে স্লোগান একটাই- ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, টিএসসি এলাকায় মিছিলে মিছিলে সয়লাব। সব মিছিল গিয়ে মিশছে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে। ছাত্রলীগের দাবি, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ এটি।
এ ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সমাবেশ মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
ছাত্র সমাবেশে যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকার বাইরের যে নেতাকর্মীরা এসেছেন, তাদের অনেকে রাতে রওনা দিয়ে সকালে টিএসসিতে এসে পৌঁছান।
সমাবেশে যোগ দিতে ঢাকার বাইরের নেতাকর্মীরা বাস, লঞ্চ, ট্রেন, মাইক্রোবাসে ঢাকায় আসেন। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল লাখো ছাত্রছাত্রীর জনসমুদ্রে পরিণত হয়।এদিকে সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাসহ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা ছাড়াও পুরো রাজধানীতে আজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ছাত্র সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলোতে কঠোর নজরদারি বহাল রাখতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। সেসব স্থান থেকে পুরো উদ্যান ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ