জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব্যাংক শাখার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আ. ব. ম ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুলাহ আল মামুন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব্যাংক শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম (মেহেদী)। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীআহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম