সোমবার, ০১ জুলাই ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কর্পোরেট নির্ভরশীলতা কমাতে হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থার এপিএ চুক্তি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশ যেতে মতিউরের স্ত্রীর আবেদন এবার সেই ফয়সালকে বগুড়ায় বদলি সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন শিক্ষার দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা এইচএসসি পরীক্ষার সময় বৃষ্টি হলে সময় বাড়বে নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন পেছাল ৯৯৯-এ ফোন করে মেঘনায় আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার বেড়েছে অনলাইন জুয়া, নিয়ন্ত্রণে দরকার সমন্বিত প্রচেষ্টা

বিদেশি ঋণ পরিশোধ নিয়ে বিবিসির খবরটি সঠিক নয়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। সম্প্রতি প্রকাশিত বিবিসি বাংলার এ প্রতিবেদনটি ডাহা মিথ্যা বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও আওয়ামী লীগের রাজনীতিক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেছেন, ‘আগামী চার মাসে ১২ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে পারবে বাংলাদেশ?’ এ শিরোনামে বিবিসি বাংলা যে রিপোর্ট করেছে তা একেবারেই ভুল তথ্য।

শনিবার (১২ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

ফেসবুকে মোহাম্মদ এ আরাফাত লেখেন- বিবিসি বাংলা রিপোর্ট করেছে “বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে।” -এটি একটি ডাহা মিথ্যা কথা। অথচ, কিছু সুশীলও এই মিথ্যাচারের সাথে সুর মিলিয়ে একই রকম অপপ্রচার করেছে। এরা জাতিকে শুধু বিভ্রান্ত করতে চায়।

স্বাধীন সাংবাদিকতা মানে মিথ্যাচার এবং অপপ্রচার নয়। অথচ, এরা মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের উস্কানিমূলক খবর ছাপায়। এই ধরনের রিপোর্ট মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।

সত্য তথ্য হলো, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারকে ১.২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হবে। বেসরকারি খাতে কিছু স্বল্পমেয়াদী ঋণ নেওয়া হয়েছে, যা প্রায় ১২ বিলিয়ন ডলার, এর মধ্যে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে।

অবশিষ্ট ঋণ বেসরকারি খাতের ঋণগ্রহীতাগণ অতীতের মতই নবায়ন করে নিবে, যা সব সময় করা হয়েছে। অর্থাৎ, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে ৩.৫ বিলিয়ন ডলারের মত ঋণ পরিশোধ করতে হবে যা কোনো সমস্যাই নয়।

ডিসেম্বরের মধ্যে ১২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, এটা একেবারেই ভুল তথ্য।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) বিবিসি বাংলা ‘আগামী চার মাসে ১২ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে পারবে বাংলাদেশ?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা এবং ডলার সংকটের কারণে বিদেশি ঋণ পরিশোধ করা জটিল হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com