খুলনায় সোহাগ পাটোয়ারী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার নগরীর লবণচরা থানার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ এলাকার মালেক পাটোয়ারীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র চা-পাতি ও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। বাকি তিনজন তাকে চা-পাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
বাংলা৭১নিউজ/এসএইচ