ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ (সোমবার) দেশের সব জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি। ঢাকায় জনসমাবেশটি বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে হবার কথা থাকলেও সেটা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
রোববার (৩০ জুলাই) মধ্যরাতে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিএনপির জনসমাবেশের স্থান পরিবর্তনের কথা জানান ।
শায়রুল কবির জানান, সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে যে জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা একই সময়ে অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
তিনি জানান, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক এবং তানভীর আহমেদ রবিন।
আজকের সমাবেশ সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত শনিবারের অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ, সন্ত্রাসীদের হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ঢাকার জনসমাবেশটি আমরা নয়াপল্টনে করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে সেটি সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকেও অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।
তবে, বিএনপির শরিক দলগুলো ও জোটের সমাবেশ রাজধানীর পূর্ব নির্ধারিত এলাকায় অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চ তাদের জনসমাবেশ করবে, সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায়।
জাতীয়তাবাদী সমমনা জোটের জনসমাবেশ দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে। গণ অধিকার পরিষদ বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় দলীয় অফিসের সামনে সমাবেশ করবে।
লেবার পার্টির সমাবেশ সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। এনডিএম চট্টগ্রাম মহানগরসহ ১০ জেলা শহরে তাদের সমাবেশ করবে।
বাংলা৭১নিউজ/এসএইচ