রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তদের কিল ঘুষিতে মো. খালেদ শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা সুপ্রিমকোর্টের এক আইনজীবীর অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বড় ভাই শাকিল শেখ বলেন, আমার ছোট ভাই খালেদ হাইকোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করত। রাত পৌনে এগারোটার দিকে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার বন্ধুর ছোট ভাইকে কয়েকজন যুবক চোর সন্দেহে মারধর করছে। এরপর ওই যুবকদের সঙ্গে কথা হলে একপর্যায় বাগবিতণ্ডায় জড়িয়ে যায়। তারপর ওই যুবকরা খালেদকে কিল ঘুষি মারতে থাকলে সে অচেতন হয়ে পড়ে। পরে ওই যুবকরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বর্তমানে খালেদ রামপুরা এলাকায় ভাড়া থাকত। আমাদের বাড়ি ফরিদপুরের মধুখালী থানার জাফরাকান্দি গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ