ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায়- গতকাল (১৫ জুলাই) এ সংবাদ শোবিজ ভুবনে ছিল মূল আলোচনায়। পাশাপাশি নিউইয়র্কে তাদের দেখা হওয়ার একটি ভিডিও-ও গতকাল ভাইরাল হয়েছে।
গতকাল শাকিব-অপুর নিউইর্কে একসঙ্গে রাস্তায় দেখা প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। তবে তাদের একজনেরও বক্তব্য পাওয়া যায়নি। এবার শাকিবের সঙ্গে নিউইয়র্কে দেখা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস।
নিউইয়র্কে শাকিবের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, তাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। জয়ের কাছে আমেরিকার সব কিছুই নতুন। জয় তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে। বাংলাদেশে থাকতেও জয় তার বাবার সঙ্গে ঘুরতে বের হয় নিয়মিত। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে জয়।
অপু বিশ্বাস আরও জানান, যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে শাকিব খান তাদের রিসিভ করনেনি। অপু যাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে অংশ নিতে গেছেন, তারা অপুকে রিসিভ করেছেন। যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর জয়কে নিয়ে শাকিব ঘুরেছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়েও নিয়ে গেছেন। এর কোনো কোনো সময় অপুও তাদের সঙ্গে ছিলেন।
যুক্তরাষ্ট্র থেকে ২৬ জুলাই অপু বিশ্বাসের দেশে ফেরার কথা রয়েছে। এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছ অপু বিশ্বসের সিনেমা ‘লাল শাড়ি’।
‘ললা শাড়ি’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন তানভীর সিডনি। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান আপু, শাহেদ আলীসহ অনেকে।
‘লাল শাড়ি’সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি তাঁতপল্লিকে ঘিরে। এতে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির বিষয়ও উঠে আসবে। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারের কাছ থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এটি নির্মিত হচ্ছে অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’র ব্যানারে।
বাংলা৭১নিউজ/এসএইচবি