রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন এখনো চলছে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ১৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে রুস্তম আলী (৪২) নামের এক চা বিক্রেতার ওপর পাশবিকতা ও ফুটন্ত পানি দিয়ে শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের ৫ নভেম্বর সকালে তানোর পৌর এলাকার কালীগঞ্জহাট বাজারে এই পাশবিকতার ঘটনা ঘটে। একই দিনে রুস্তম আলীর ভাই আরশেদ আলী বাদি হয়ে সজিবসহ তিন জনকে আসামি করে তানোর থানায় মামলা করেছেন। এদিকে মামলার তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয় তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে প্রধান আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওদিকে আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলা তুলে নিতে বাদির পরিবারকে প্রতিনিয়ত নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। বাদির অভিযোগ আসামিরা স্থানীয় এক নারী নেত্রীর বাড়িতে অবস্থান করে প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার রায়তনবর্ষ গ্রামের বাসিন্দা মৃত আমজেদ আলীর পুত্র ভূমিহীন রুস্তম আলী (৪২) দীর্ঘ প্রায় দু’যুগ ধরে কালীগঞ্জহাটে চা স্টল দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছরের ৫ নভেম্বর রোববার সকালে তার দোকানে চা পান করেত আসে একই গ্রামের জালাল ও তাঁর দুই পুত্র সজিব এবং জুয়েল। এ সময় তাদের চা দিতে দেরি হয় এতে তারা ক্ষুব্ধ হয়ে দোকানি রুস্তম আলীর শরীরে জ্বলন্ত হিটারসহ ফুটন্ত পানি ছুড়ে মারে। এতে রুস্তম আলীর শরীরের সিংহভাগ ঝলসে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় প্রতিবেশিরা তাকে মুমুর্ষ অবস্থায় তানোর উপজেলা হাসপাতালে নিয়ে য্য়া। তানোর উপজেলা হাসপাতালে ৫ দিন চিকিৎসার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। কিšত্ত অর্থ সংকটের কারণে চিকিৎসার খরচ মেটাতে না পেরে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। এদিকে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন চা স্টল বন্ধ থাকায় একদিকে রুস্তমের চিকিৎসা খরচ অন্যদিকে পরিবারের জীবিকা নির্বাহ করতে না পেরে পরিবারটি এখন চরম মানবেতর জীবন-যাপন করছে। আর ন্যায় বিচার পাবার আশায় ভুমিহীন রুস্তম আলীর পরিবার বিভিন্ন মানবাধিকার সংস্থা ও লিগ্যাল এইড-এর সহযোগীতা কামনা করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও আসামিরা কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে ও বাঁকিদের গ্রেফতারের জন্য পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com