রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিতেও দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে শৃঙ্খলা বজায় রাখা ও বসে পড়ার জন্য অনুরোধ করছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
তিনি বলেন, ‘আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।’
এ সময় মঞ্চ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি নিজ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।’
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, মহানগর দক্ষিণের সভাপতি মন্নাফী ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ার বসেছিলেন। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
প্রসঙ্গত, রাজধানী ঢাকায় একই দিনে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো। একই দিন পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।
বাংলা৭১নিউজ/একে