রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদের সময়ে রেমিট্যান্স আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের পঞ্চম এবং শেষ সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। শুরুতেই তিনি রেমিট্যান্স প্রেরণকারীদের ঈদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ যেন রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহক দ্রুত ও নিরাপদে পেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ব্যবস্থাপনা পরিচালক।
ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়ে ৪ জুলাই শেষ হয়েছে। এই সময়ের মধ্যে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পেয়েছেন লটারি জেতার সুযোগ। পঞ্চম সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি একশ সিসি মোটরসাইকেল পেয়েছেন চাঁদপুরের রামপুর বাজার শাখার গ্রাহক শরীফুল ইসলাম মালেক, দ্বিতীয় পুরস্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া শাখার শামীমা বেগম, তৃতীয় পুরস্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন কুমিল্লার ময়নামতি বাজার শাখার জহির ইসলাম, চতুর্থ পুরস্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন ফেনীর ধলিয়া বাজার শাখার হাবিব আলী হায়দার এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর শাখার গ্রাহক মাহমুদা বেগম। ইতোমধ্যে অনুষ্ঠিত লটারির পুরস্কার গত ৪ সপ্তাহের বিজয়ীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এসএইচবি