শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

‘মহানতি’ মুক্তির পর দুর্দিন কাটিয়েছি: কীর্তি সুরেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু প্রত্যেক অভিনয়শিল্পীকে তার ক্যারিয়ারে কোনো না কোনো সময় সংকটময় সময় পার করতে হয়। কীর্তিও তার ক্যারিয়ারে দুর্দিন কাটিয়েছেন।

তেলেগু-তামিল সিনেমার বরেণ্য অভিনেত্রী সাবিত্রি। ২০১৮ সালে নির্মিত হয় তার বায়োপিক। ‘মহানতি’ শিরোনামের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন কীর্তি সুরেশ। এ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কীর্তি। কিন্তু সিনেমাটি মুক্তির পর কঠিন সময় পার করেন এই অভিনেত্রী।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম গালাতা ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন কীর্তি। এ আলাপচারিতায় দুঃসময়ের কথা ভাগ করে নেন। কীর্তি সুরেশ বলেন— ‘‘মহানতি’ মুক্তির পর আমি খুব দুর্দিন কাটিয়েছি। সিনেমাটির নাম চমৎকার ছিল, মুক্তিও ভালোভাবে পেয়েছিল। কিন্তু এটি মুক্তির পরবর্তী ৬ মাস আমি নতুন কোনো সিনেমার কাজ পাইনি।’’

‘মহানতি’ মুক্তির পর কীর্তি কমার্শিয়াল সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নারী কেন্দ্রিক কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। যার জন্য ৩-৪ মাস কোনো প্রস্তাবই গ্রহণ করেননি। তারপর উপলদ্ধি করেন অর্থনৈতিকভাবে নিজেকে স্টেবল করতে হবে। এজন্য সিদ্ধান্ত নেন যে কাজ পাওয়া যায়, সেটাই করতে হবে।

এসব তথ্য জানিয়ে কীর্তি সুরেশ বলেন, ‘ওই সময়ে অথনৈতিকভাবে অসচ্ছল ছিলাম। এজন্য নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। কিছু দিন পরই নতুন কাজের প্রস্তাব পাই এবং নিজেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসি।’

কীর্তি সুরেশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দসরা’। গত ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় নানির সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধেন কীর্তি। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমার ভূয়সী প্রশংসা করেন দর্শকরা।

বর্তমানে তামিল-তেলেগু ভাষার পাঁচটি সিনেমার কাজ কীর্তির হাতে রয়েছে। এর মধ্যে ‘মামানান’ ও ‘ভোলা শঙ্কর’ সিনেমার শুটিং শেষ করেছেন। বাকি তিনটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com