চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুরুল হোদা নামে এক ইউপি সদস্য হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ জুন) রাত ৮ টায় উপজেলার নয়ালাভঙ্গা ইউনিয়নের ঢুলঢুলি পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।
দুরুল হোদা নয়ালাভাঙা ইউনিয়নের নামো সুন্দরপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুরুল হোদা নয়ালাভাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৮ থেকে ১০ জন অজ্ঞাত যুবক এসে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে তারা দুরুলকে মৃত ভেবে ফেলে চলে গেলে মুমূর্ষু অবস্থায় স্বজনরা স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা সেবা শেষে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো.আব্দুস সামাদ জানান, মুমূর্ষু অবস্থায় দুরুল হোদাকে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করেন। তার দুই পা এবং হাতে দেশীয় অস্ত্রের আঘাত ছিলো।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম ঝাপড়া হত্যা মামলার ১২ নং আসামি। তিনি ওই মামলায় জামিনে ছিলেন। রোববার রাতে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি