মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

সাফ চ্যাম্পিয়নশিপ রোববার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ‘ফাইনাল’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

সরল সমীকরণ। জিতলে টিকে থাকবে, হারলে একপ্রকার বিদায়। এমন হিসাব মাথায় রেখেই রোববার সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

লেবাননের কাছে ম্যাচ হেরে সাফ শুরু করেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে শুরু করেছে মালদ্বীপ। দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই শুরুর আগে দ্বীপ দেশটিই থাকছে সুবিধাজনক অবস্থানে। এক পয়েন্ট পেলেও মালদ্বীপের জন্য সুবিধার। সেখানে বাংলাদেশের প্রয়োজন পূর্ণ ৩ পয়েন্ট।

গ্রুপে লেবানন থাকায় অনেকেই সেমিফাইনালের এক দল হিসেবে ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যের দেশটিকে। অন্য দল কোনটি-বাংলাদেশ, মালদ্বীপ নাকি ভুটান? সেটাই এখন দেখার।

ফুটবলে অগ্রীম সমীকরণের সুযোগ নেই। একটি ম্যাচের ফলই গ্রুপের হিসেব-নিকেশ বদলে দিতে পারে। ম্যাচ জিতে যেমন নিশ্চিন্তে নেই লেবানন-মালদ্বীপ, তেমন হেরে শুরু করেও টুর্নামেন্টকে বিদায় বলছে না বাংলাদেশ-ভুটান। তবে এটা ঠিক-এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার হিসেবটা রোববারই অনেকটা নির্ধারণ হয়ে যাবে।

বাংলাদেশ যদি এ ম্যাচ জেতে তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকবে। মালদ্বীপ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে।

আর বাংলাদেশ যদি হেরে যায় এবং রাতের ম্যাচে লেবানন জেতে ভুটানের বিপক্ষে তাহলে গ্রুপের হিসেব চূড়ান্ত হয়ে যাবে। বাংলাদেশ ও ভুটানকে বিদায় করে দিয়ে শেষ করে জায়গা করে নেবে লেবানন ও মালদ্বীপ।

বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে রাতের ম্যাচে লেবানন হারলে কিঞ্চিত একটা সম্ভাবনা টিকে থাকবে কাগজ-কলমে। তবে বাস্তবে সে সমীকরণ মেলার সম্ভাবনা খুবই কম। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ড্র হলে শেষ ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে।

বাংলাদেশ অবশ্য অন্য কোনো হিসেবে মাথায় রাখছে না। লেবাননের কাছে হারের ম্যাচটি ভুলে গিয়ে দলের কোচ-খেলোয়াড়দের মাথায় এখন মালদ্বীপের ম্যাচ।

টুর্নামেন্টে বাংলাদেশের ভাগ্যে কি আছে, তা নির্ধারণ করে দেবে এই ম্যাচ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, সিনিয়র খেলোয়াড় তপু বর্মন ও সোহেল রানা সবাই বলেছেন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ‘ফাইনাল’।

এই ‘ফাইনাল’ জিততে তারা মরিয়া। লেবাননের বিপক্ষে ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছু ছিল। সেই ইতিবাচক বিষয়গুলো মাথায় রেখেই মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবেন তারা। সেখানে একটাই লক্ষ্য জয়। হাতে দুই ম্যাচ। সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট। বাংলাদেশ সেটাই কাজে লাগাতে চাইবে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com