রাজধানীর রামপুরা এলাকা থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ডসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার দুইজন হলো, জোবায়ের হাছান রাতুল (২০) ও মো. ফাহিম হোসেন রানা (১৯)।
শনিবার (২৪ জুন) সকালে এই দুইজনকে গ্রেফতারের তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, শুক্রবার (২৩ জুন) রাজধানীর রামপুরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা জোবায়ের হাছান রাতুল (২০) এবং তার অন্যতম সহযোগী মো. ফাহিম হোসেন রানাকে (১৯) গ্রেফতার করা হয়। ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করে আসছে।
তিনি বলেন, এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচবি