পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি পাঁচটি হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটির মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও শাশা ডেনিমস লিমিটেডকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। আর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডকে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং দিয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
যমুনা ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইস্টার্ন ব্যাংক: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
শাশা ডেনিমস: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে সার্ভিল্যান্স রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইউনাইটেড ফাইন্যান্স: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি