শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন

প্রভাসের ‘আদিপুরুষ’ নিয়ে ভারতে লঙ্কাকাণ্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে ভারতের বিভিন্ন স্থানে লঙ্কাকাণ্ড চলছে। সোমবার (১৯ জুন) লখনৌর হজরতগঞ্জ এলাকায় ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিক্ষোভ করেন সমাজবাদী পার্টির কর্মীরা। এসময় সিনেমার চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন সমাজবাদী পার্টির কর্মীকে আটক করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের লখনৌতে ‘আদিপুরুষ’ সিনেমা ঘিরে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের। শুধু লখনৌতে নয়, অযোধ্যা, বারানসিতেও চলছে প্রতিবাদ। অযোধ্যায় বিক্ষোভকারীরা সিনেমাটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন।

বারানসিতে সিনেমাটির পোস্টার ছিঁড়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। হিন্দু মহাসভার পক্ষ থেকে ‘আদিপুরুষ’ নির্মাতা এবং অভিনেতাদের বিরুদ্ধে লখনৌ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হয় অযোধ্যাকে, সেখানে বিক্ষোভকারীদের দাবি, ‘আদিপুরুষ’ সিনেমায় হিন্দুধর্ম এবং এর সংস্কৃতির বিরুদ্ধে একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।

আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমা চলাকালে প্রেক্ষাগৃহে ঢুকে তাণ্ডব শুরু করেন কিছু মানুষ। মুম্বাইয়ের নাল্লাসোপারার ক্যাপিটাল হল প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে। প্রেক্ষাগৃহের ভেতরে জোর করে ঢুকে পড়েন ‘রাষ্ট্র প্রথম’ দলের সদস্যরা। প্রেক্ষাগৃহে ঢুকেই তারা সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন।

মুক্তির আগেই ‘আদিপুরুষ’ সিনেমাটি বিতর্কে জড়ায়। সর্বশেষ বিতর্ক মাথায় নিয়েই গত ১৬ জুন মুক্তি পায় সিনেমাটি। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com