করোনা মহামারি পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি। ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এডিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ