বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক বনায়নে আর সামাজিক বনায়ন নয়: রিজওয়ানা হাসান খালেদ মুহিউদ্দীনের টকশোতে অতিথি সাদ্দাম, যা বললেন হাসনাত-সারজিস এবারের বিপিএলের টাইটেল স্পন্সর ‘ডাচ বাংলা ব্যাংক’ ‘ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে’ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন আমি সবসময় তোমাদের পাশে থাকবো: আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান ঢাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলে আইনি নোটিশ বিএনপির মিছিলে গুলি: ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, মন্ত্রিসভায় রদবদল রমজানের নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল চীন ভারতের প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দর দুই বছরের পরিবর্তন হবে নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব নদী ভাঙনের মধ্যেই পাবনার পদ্মায় বালু উত্তোলনের মহাকর্মযজ্ঞ

ট্রাভেল পাস পেলেন সালাউদ্দিন আহমেদ, ফিরতে পারবেন দেশে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের ট্রাভেল পাস পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) গোহাটির বাংলাদেশ মিশন জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে ভারতের গোহাটি বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়।

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১১ মে থেকে ভারতের শিলংয়ে রয়েছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে করা মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।

ট্রাভেল পাস গত ৮ জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। তবে দেশে ফেরার আগে তাকে ভারত সরকারের কিছু নিয়ম পালন করতে হবে। তাছাড়া আদালতের কাগজপত্রসহ নানা আনুষঙ্গিক বিষয় বাকি রয়েছে।

দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কে ৪৯/বি নম্বর বাড়ির ২/বি নম্বর ফ্ল্যাট থেকে র‌্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুই মাস পর পাশের দেশ ভারতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

উদ্ধারের পর তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা হয়। প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। ওই বছরের ২৬ অক্টোবর আদালতের রায়ে অনুপ্রবেশের দায়ে করা মামলায় নির্দোষ হিসেবে রায় পান সালাহউদ্দিন আহমেদ। পরে আবার ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। এ বছরের ২৮ ফেব্রুয়ারি ভারতের শিলংয়ের জজ কোর্টের রায়ে তিনি বেকসুর খালাস পান।

সালাউদ্দিন আহমদ ১৯৯১ সালে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়েছিল। মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকার সময় বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com