রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সুকুমার মন্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের ধান হাটায় এলাকায় নওগাঁ মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুকুমার মন্ডল নওগাঁ জেলার সদর থানার সতিস মন্ডলের ছেলে।
রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকালে নওগাঁ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মোহনপুর ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ