টাঙ্গাইলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। গাছের সাথে ধাক্কা লেগে সাব্বির আলম (১৮) ও মো. হাবিব (১৭) নামে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন সাদিক নামে আরেক বন্ধু।
নিহত সাব্বির আলম ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে এবং মো. হাবিব রমজান আলীর ছেলে। আহত সাদিককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ