শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করার পরিকল্পনা প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন চট্টগ্রামে গোপন বৈঠক থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের পাহাড়ে ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেলো সেনাবাহিনী ৪৩ বিসিএসে ২৬৭ জনকে বাদ দেওয়া নিয়ে যা বললেন সারজিস করোনার পর এবার চীনের নতুন আতঙ্ক এইচএমপিভি চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন একদল যায়, আরেক দল এসে লুটে খায়: মিজানুর রহমান আজহারী দুদিন পর ঢাকার আকাশে সূর্যের দেখা ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২ দিনে নিহত ১৩৮ এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

বরিশাল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশাল প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে হলটির ২০০৬, ৩০০৫ ও ৫০০৯ নম্বর কক্ষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন প্রভোস্ট আবু জাফর মিয়া। পরে এ ঘটনায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিল করে।

হলের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কক্ষগুলোতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ তাদের অনুসারীরা অবস্থান করে থাকে। অভিযানকালে কক্ষগুলো থেকে বেশ কিছু জিআই পাইপ, ১৩টি রড, দুটি বটি উদ্ধার করা হয়।

হলের আবাসিক শিক্ষার্থী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান ইসলাম জানান, হলের কয়েকজন শিক্ষার্থী নাভিদ, মঞ্জু ও আরও কয়েকজনকে শুক্রবার গভীর রাতে হলে অস্ত্র ঢোকাতে দেখা যায়। পরে শনিবার দুপুরে শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে ২০০৬ নম্বর কক্ষে তালা লাগিয়ে প্রভোস্টকে খবর দেন। বিষয়টি টের পেয়ে কক্ষটিতে অবস্থানরত শিক্ষার্থীরা জানালা দিয়ে দুটি বটি নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট স্যার গিয়ে তালা খুলে এ কক্ষ থেকে দুই বস্তাবন্দি ২৫টি জিআই পাইপ উদ্ধার করে।

নামপ্রকাশে অনিচ্ছুক তিনজন আবাসিক শিক্ষার্থী জানান, ২০০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করার পর ৩০০৫ এবং ৫০০৯ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। কক্ষ দুটি থেকে কয়েকটি জিআই পাইপ, রড ও মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এসব কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাভিদ ও মঞ্জু নিয়ন্ত্রণ করতো।

সন্ধ্যায় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে বলা হচ্ছে। কিন্তু তারা নানাভাবে গড়িমসি করেছে। আমরা চাই বিশ্বিবদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।’

এ ব্যাপারে হল প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ‘বিকেলে একটি কক্ষ তালা দেওয়ার খবর পেয়ে দ্রুত আমি হলে যাই এবং শিক্ষার্থীদের সামনে ২০০৬ নম্বর কক্ষে প্রবেশ করি। সেখান থেকে ২৫টি জিআই পাইপ উদ্ধার করা হয়। কক্ষটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিদ মনজু, তাহমিদ জামান নাভিদ থাকে। এরপর আরও দুটি কক্ষে অভিযান চালিয়ে কিছু রড, বটি ও জিআই পাইপ পাওয়া গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com