সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

বিশ্বকাপে ফিজির জালে ৯ গোল উকুয়েডরের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

প্রতিপক্ষকে দুর্বল পেলে শক্তিমানরা যেন নির্দয় হয়ে ওঠে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিকে পেয়ে তেমনই নির্দয় আচরণ করলো লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর। ফিজিকে নিয়ে স্রেফ ছেলেখেলা খেলেছে তারা। গুনে গুনে ফিজির জালে ৯বার বল জড়িয়েছে লাতিনের দেশটি। বিপরীতে একটি গোলও হজম করেনি তারা।

আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর ও ফিজি। এই গ্রুপের অন্য দুই দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং স্লোভাকিয়া। শুক্রবার রাতেই এই গ্রুপের সবগুলো ম্যাচ শেষ হয়েছে। ৩ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইকুয়েডর। স্লোভাকিয়া জয় পেয়েছে একটিতে। ৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় এবং অপেক্ষায় আছে, তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে অন্তত সেরা চারে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার।

ফিজি তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে। তবে সব মিলিয়ে তিন ম্যাচে তারা গোল হজম করেছে ১৬টি। একটিও দিতে পারেনি। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ৪-০ গোলে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৩-০ গোলে এবং সর্বশেষ ইকুয়েডরের কাছে হেরেছে ৯-০ গোলে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে ইকুয়েডরের এটা তৃতীয় বৃহত্তম জয়ের ঘটনা। সবচেয়ে বড় জয়ের ঘটনা নরওয়ের। ২০১৯ সালে তারা ১২-০ গোলে হারিয়েছিলো হন্ডুরাসকে। এর আগে ১৯৯৭ সালে বেলজিয়ামকে ১০-০ গোলে হারিয়েছিলো ব্রাজিল।

সান্তিয়াগো ডেল এস্তেরোয় এস্তাডিও ইউনিকো মাদ্রে ডি সিউদাদেস-এ খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই ফিজির ওপর চড়াও হতে শুরু করে ইকুয়েডর। জোড়া গোল করেছেন তিনজন। জাস্টিন কুয়েরো, অ্যালান মিন্দা এবং ক্রিস্টোপার জামব্রানো।

৭ম মিনিটে গোলের সূচনা করেন রে পায়েজ। ৩৪তম মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় ইকুয়েডর। হোসে ক্লিঙ্গার করেন এই গোল। এর দুই মিনিট পরই জাস্টিন কুয়েরো তৃতীয় গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৬ মিনিটে) চতুর্থ গোল করেন কুয়েরোই।

অ্যালান মিন্দা পঞ্চম গোল করেন ৬৬ মিনিটে। ৮৫ মিনিটে হলো ৬ষ্ঠ গোল। এই গোলও আসে অ্যালান মিন্দার পা থেকে। ৮৯ মিনিটে ইকুয়েডরের হয়ে সপ্তম গোল করেন টমি চাম্বা। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে, ইনজুরি সময়ে আরও দুই গোল করেন ক্রিস্টোপার জামব্রানো। ৯০+৬ মিনিটে ৮ম এবং ৯০+১০ মিনিটে ৯ম গোল করেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com