মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘গায়ক নোবেলের সংশোধিত হওয়ার আকাঙ্ক্ষা আছে’

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

গায়ক মাইনুল আহসান নোবেল তার বিরুদ্ধে আনা অভিযোগের সব কয়েকটি জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্বীকার করেছেন। ডিবির জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোবেল জানিয়েছেন, তিনি সুস্থ, স্বাভাবিক ও ভালো জীবনে ফিরে আসতে চান।

ডিবি সূত্রে জানা যায়, আদালত থেকে একদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর গায়ক নোবেলকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি টাকা নিয়ে প্রোগ্রামে না যাওয়ার বিষয় থেকে শুরু করে স্ত্রীকে মারধরের বিষয়গুলো স্বীকার করেন। এছাড়া ডিবির কাছে তার নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেছেন।

রোববার (২১ মে) রাতে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, নোবেল মাদক সেবনসহ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার বিষয়গুলো আমাদের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। অন্য অপরাধীদের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি একজন শিল্পী মানুষ।

এ কারণে তার মধ্যে সংশোধিত বা ভালো হওয়ার আকাঙ্ক্ষা আছে। আমরাও বোধ করি, তার মতো একজন গুণী মানুষ সংশোধিত হয়ে সমাজ ও দেশের জন্য যদি সুস্থ বিনোদনের ব্যবস্থা করেন তাহলে অবশ্যই সেটা শুভ ব্যাপার। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটাই অস্বীকার করেনি তিনি বা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

গায়ক নোবেলকে কারা মাদক সাপ্লাই দিত এ বিষয়ে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য জানা গেছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি যেসময় আমাদের কাছে গ্রেপ্তার হয়েছেন, তখন মাদক সাপ্লাইয়ের বিষয়ে আমাদের বলেছেন। নোবেল যে মাদক গ্রহণ করতেন সেগুলো লাইসেন্স নিয়ে এ দেশে অন্য মানুষও গ্রহণ করেন।

আমার জানা মতে, তাকেসহ তার মতো যুবকদের বগুড়ায় মাদকদ্রব্যের অসাধু কিছু লোক তাকে লাইসেন্স দিয়েছেন। শুধুমাত্র নেশা করার জন্য টাকার বিনিময়ে এ লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স ব্যবহার করে নোবেল মাদক কিনে সেবন করতেন। এতে তার কিছু সহযোগীও আছে এবং বগুড়ার কিছু মাদকদ্রব্যের কর্মকর্তা আছেন, যারা টাকা পেলেই লাইসেন্স বিক্রি করে দেন।

নোবেলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিনি টাকা নিয়ে প্রোগ্রামে না যাওয়ার বিষয়টি জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছেন। এছাড়া তার স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন।

এদিকে স্বামীর জিজ্ঞাসাবাদের বিষয়ে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ সাংবাদিকদের বলেন, রিমান্ডে নোবেল সবকিছুই স্বীকার করছেন এবং তার ভুলগুলো বুঝতে পেরেছেন। বাকিটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক হবে।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com