সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১ সাভারে শ্রমিক-যৌথ বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত ১ এক সিনিয়রসহ ২ সচিব ওএসডি ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১১০ পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী আক্তার গ্রেফতার পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি বাতিল উদ্বেগজনক দৃষ্টান্ত শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না : ড. দেবপ্রিয় অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পদ্মা থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০

ধরে ধরে শেখান ডোনাল্ড, কোচের প্রশংসায় পঞ্চমুখ হাসান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪ বার পড়া হয়েছে

অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচ হয়ে আসার পর টাইগার পেসারদের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। প্রোটিয়া এই কোচের কাজে খুশি সবাই। আগেও অনেকবার পেসাররা বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত প্রথম ওয়ানডের পর হাসান মাহমুদ ফের বললেন ডোনাল্ডের কথা।

চেমসফোর্ডে বৃষ্টির বাধায় ম্যাচটি শেষ করা যায়নি। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রানে থেমে গিয়েছিল, এরপর ১৬.৩ ওভারে আয়ারল্যান্ড ৩ উইকেটে ৬৫ তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

রান তাড়ায় নামা আইরিশরা শুরুতেই পড়েছিল দুই পেসার শরিফুল ইসলাম আর হাসান মাহমুদের তোপে। ২৭ রান উঠতেই ২ উইকেট তুলে নেন তারা। তৃতীয় উইকেটটি নেন তাইজুল।

বোলিংয়ের পরিকল্পনা নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল- ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদেরকে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা। আমরা মোটামুটি খুব ভালো শুরু করেছি আমি ও শরিফুল। ওদের দুইটা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছে। আমরা খুবই ভালো অবস্থানে ছিলাম।’

কন্ডিশনের কথা মাথায় রেখে ডোনাল্ড বলে দিয়েছিলেন কিভাবে বল করতে হবে, জানিয়ে হাসান বলেন, ‘এরকম কন্ডিশনে ভালো করার একটাই ওয়ে- ডোনাল্ড যেটা বলেছে যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানোর চেষ্টা করা। বক্সের মধ্যে বল করা। স্টাম্প টু স্টাম্প যদি বল করতে পারি তাহলে খুব ভালো হয় আর কী। অ্যাভারেজে খুবই ভালো একটা ফিগার দাঁড়ায়।’

নিজের বোলিং নিয়ে খুশি হাসান। তার কথা, ইংল্যান্ডে এটা আমার প্রথম, আয়ারল্যান্ডের সঙ্গে খেলা। ওভারঅল উইকেটটা খুব ভালো ছিল, সুইং ও বাউন্স ছিল। আমি যতটুকু চেষ্টা করেছি আমার লাইন-লেন্থে নিজেকে মেইনটেইন করে বল করা। আলহামদুলিল্লাহ খুব ভালো শুরু হয়েছে।’

ডোনাল্ডের অবদানের কথা জানাতে গিয়ে হাসান জানান, পেস বোলিং এই কোচ তাদের পেছনে অনেক শ্রম দিচ্ছেন। অভিজ্ঞতাও শেয়ার করছেন, কখন কী করতে হবে। সবমিলিয়েই উন্নতি।

তরুণ এই পেসারের ভাষায়, ‘আমাদের পেস বোলিং যে বিভাগ আছে, তারা অনেক ভালো করছে বিগত কয়েকদিন ধরে। ইংলিশ কন্ডিশনেও খুবই ভালো একুরেসি ও ভালো শেপে আছে। এর পেছনে ডোনাল্ডের অনেক পরিশ্রমও বটে। ও আমাদের ওর আগের অভিজ্ঞতা শেয়ার করে কীভাবে কী করলে ভালো হয়। ওর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি, ও অনেক কিছু শেয়ার করে আমাদেরকে। ওই টিপসগুলো সাহায্য করে এসব জায়গায়।’

হাসান যোগ করেন, ‘ডোনাল্ড বলছিল যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানো আর কী, ফোর্থ বা ফিফথ স্টাম্পে হিট করানো। ওখানে ব্যাটার একচুয়েলি স্ট্রাগল করে এসব কন্ডিশনে। সঙ্গে সুইং থাকে, যদি ভালো জায়গায় বল করি উইকেট নিতে পারবো এসবগুলো ও বলতেছিল। ওর কথা অনুযায়ী ফলো করার চেষ্টা করেছি। আজকে ভালো হয়েছে দুজনেরই আমার ও শরিফুলের।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com