সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার রাজস্ব ও ভর্তুকির জন্য ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা বগি উদ্ধার, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ শেখ হাসিনার যোগসাজসেই সীমান্তে কাঁটাতারের বেড়া: রিজভী প্লট দুর্নীতি শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে মামলা লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪ জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ।

সংঘর্ষে জড়িতরা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসা ও আরএসও বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন ক্যাম্প-৮ ওয়েস্ট এর ব্লক-এ-১৯ এর মোহাম্মদ করিমের ছেলে ওমর সাদেক (৫), ব্লক-এ/১৯ এর মোহাম্মদ জামালের ছেলে সাফায়েত জসিম (৬) ও একই ব্লকের মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৪৮)।

ক্যাম্প সূত্র জানায়, দুপুর ১টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের আরসা সন্ত্রাসীদের একটি গ্রুপ বি-৬২ ব্লকে অবস্থানে করা আরএসও গ্রুপের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। এসময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপ হঠাৎ গোলাগুলিতে জড়ায়। একপক্ষ আরেক পক্ষকে ফায়ার করে। এসময় ক্যাম্পের ভেতর দোকানে বসা এক ব্যক্তি ও অপর দুই শিশুর গায়ে কার্তুজ বিদ্ধ হয়ে। তাদের ক্যাম্পে এসজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আনুষ্ঠানিক কিছুই জানায়নি। তবে, বিভিন্নজন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে টহলদল পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com