অস্ট্রেলিয়ায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকতেন সেখানে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি মেইল জানিয়েছে, মিলনার উপশহরের একটি ফ্ল্যাটে ওই শিক্ষার্থী থাকতেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে অন্য বাসিন্দারা তার রুমে ঢুকে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওই শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেনি।
ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে ফায়ার অ্যাক্সিটিঙ্গুইশার হাতে পালিয়ে যেতে দেখা গেছে। সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চার্লস ডারউইন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্কট বোম্যান জানিয়েছেন, ওই শিক্ষার্থীর পরিবারকে আন্তঃরাজ্য ও বিদেশ থেকে আনার জন্য সহায়তা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এএন