রাজধানীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে আমরা জানতে পারি বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতালের পাশে একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ি অনেকাংশে পুড়ে গেছে। তবে গাড়ির ভেতরের লোকজন অক্ষত অবস্থায় বের হয়েছিলেন।
আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসএইচ