রাজধানীর উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। সোমবার (১ মে) রাত ১১ টার দিকে ঘটে এ ঘটনা।
মহাখালী ট্রাফিক জোনের টিআই মাসুদ রানা ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, ডিউটি শেষে রাত ১১টার দিকে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মেয়ের হাত থেকে ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। ভুক্তভোগী মেয়েটির বাবা ছিনতাইকারী ব্যাগ নিয়ে গেলো বলে চিৎকার করতে থাকেন।
পরে ওই ব্যক্তিকে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে তিনি ধাওয়া করেন ছিনতাইকারীদের কাভার্ডভ্যান। মধ্যবাড্ডায় গাড়িটি আটকাতে সক্ষম হন পুলিশ সদস্যরা। পরে আটক করা হয় ছিনতাইকারীকে। উদ্ধার হয় ব্যাগ।
এরপর বাড্ডা থানার মোবাইল টিম ডেকে আটক কাভার্ডভ্যান চালককে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ