সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী আক্তার গ্রেফতার পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি বাতিল উদ্বেগজনক দৃষ্টান্ত শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না : ড. দেবপ্রিয় অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পদ্মা থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০ লেবাননে ইসরায়েলি হামলায় ৬ দিনে ৮১৬ জন নিহত জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ ট্রাফিক আইনে একদিনে জরিমানা ৩৩ লাখ, ১৮৯ গাড়ি ডাম্পিং কুড়িগ্রামে তিন নদীর পানি বাড়ছে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ সাভারে পীরের বাড়িতে হামলা, মাজার ভাঙচুর ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলার রায় পেছাল আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ উত্তরবঙ্গের বন্যায় খরচ হবে টিএসসিতে তোলা সেই ত্রাণের টাকা

উৎসবের অপেক্ষা বাড়ল নাপোলির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে
৩৩ বছর পর সিরি ‘এ’র শিরোপা পুনরুদ্ধারে অপেক্ষা করতে হবে অন্তত আরো চার দিন। সেই ১৯৯০ সালে ডিয়েগো ম্যারাডোনার জাদুতে ইতালিয়ান লিগের শিরোপা জিতেছিল ইতালির দক্ষিণাঞ্চলের এই শহরের ক্লাবটি। ম্যারাডোনা জীবিত অবস্থায় আর দেখে যেতে পারেননি প্রিয় ক্লাবের সাফল্য। ম্যারাডোনা অনন্তলোকে পাড়ি দেওয়ার পর তাঁর নামের স্টেডিয়ামেই গতকাল উৎসবে মাতার উপলক্ষ তৈরি হয়েছিল নাপোলির। শিরোপার জন্য প্রথম শর্ত ছিল ইন্টার মিলানের কাছে লাসিওকে পয়েন্ট হারাতে হবে। ইন্টার ৩-১ গোলে জিতে সহজ করে দিয়েছিল কাজটা। নিজেদের ম্যাচে সালেরতিনাকে হারালেই অপেক্ষা ফুরাত তাদের।

ম্যাচ শুরুরও কয়েক ঘণ্টা আগে ভরে যায় গ্যালারি। স্টেডিয়ামের বাইরেও তখন হাজারো সমর্থক। তাদের হতাশ করে সালেরতিনার সঙ্গে ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়ে তারা। অথচ ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল রেখে পোস্টে ২৪টি শট নিয়েছিল তারা। তবু আসেনি একটির বেশি গোল। ৬২ মিনিটে নাপোলির একমাত্র গোলটি ম্যাথিয়াস ওলিভেরার। এই গোলের পরই সমুদ্রের গর্জন ওঠে গ্যালারিতে, যা ছড়িয়ে পড়ে পুরো নেপলস শহরে। সেটা মিলিয়েও যায় ৮৪ মিনিটে বুলায়া দিয়া সমতা ফেরালে। সমর্থকদের মাঠ ছাড়তে হয় উৎসব না করেই। তাই ২ এপ্রিল উদিনেসের মাঠে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।

৩২ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৯, দুইয়ে থাকা লাসিওর পয়েন্ট ৬১। শেষ ছয় ম্যাচে ১৮ পয়েন্টের এই ব্যবধান মেটানো কঠিন। নাপোলি শেষ ছয় ম্যাচ হারলে আর লাসিও ছয়টি ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে হেড টু হেড। মুখোমুখি লড়াইয়ে সমতা আছে দুই দলের। সে ক্ষেত্রে শিরোপা নির্ধারিত হবে গোল ব্যবধানে। নাপোলি গোল ব্যবধানে এগিয়ে ৪৬-২৬-এ। তাই কাগজে-কলমে না হলেও বলা যায় শিরোপা উল্লাসে মাতাটা সময়ের অপেক্ষা নাপোলির।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com