রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

আওয়ামী লীগে কিছু সমস্যা আছে- ওবায়দুল কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নিজ দলের মধ্যে বিভেদ ও ঐক্য নিয়ে আবারও নেতাকর্মীদের সতর্ক করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ভেতর কিছু সমস্যা আছে জানিয়ে তিনি বলেছেন, এই বিভেদ বহন করা আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব নয়। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ক্ষমতাসীন দলের নেতা এই কথা বলেন। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই আলোচনার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।
আলোচনায় দীর্ঘ বক্তব্যে ওবায়দুল কাদের দলের ভেতরকার অনৈক্য, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দাবির বিষয় নিয়েই বেশি কথা বলেন।
কাদের বলেন, ‘এ বছর আমরা অনৈক্য অ্যাফোর্ড করতে পারব না। আওয়ামী লীগের জন্য সমর্থনের কোন কমতি নেই। কিন্তু দলের ভেতর কিছু সমস্যা আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন এলাকায় দলীয় কোন্দলে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার বা জাতীয় সংসদের উপনির্বাচনেও দলের একাংশের বিদ্রোহের প্রভাব পড়েছে। আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে, এমন এলাকাতেও একাধিক প্রার্থীর কারণে দলীয় প্রার্থী হেরে গেছেন। সবশেষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও বহু চেষ্টা করেও স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ।
এই অবস্থায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে কোন্দল দূর করতে চেষ্টা করছে আওয়ামী লীগ। তাদের সামনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও একই চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান মেয়র শরফুদ্দিন আহমেদ ঝণ্টুকে আওয়ামী লীগ মনোনয়ন দিলেও দলের একাংশ তার বিরোধিতা করছে।
নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, কোনো ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না। বিরোধীপক্ষ এর সুযোগ নেবে জানিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় হবে।’
জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির অবস্থান একেক সময় একেক ধরনের মন্তব্য করে কাদের বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিয়ে যে ধরনের ব্ল্যাকমেইলিং বক্তব্য দেয় বিএনপিও একই ধরনের বক্তব্য দেয়। তারা একেক বার একেক রকম বক্তব্য দেয়।’
‘একসময় তারা ছিল তত্ত্বাবধায়ক আবার বলে সহায়ক সরকার। তারা কার কাছে এই দাবি জানায়? তারা ইসিকে বলে সহায়ক সরকারের কথা। ইসি এখানে কি করবে? পরে আবার বলে ইসি নাকি সরকারকে বুঝাবে। যেনতেন প্রকারে তাদের ক্ষমতায় বসাতে হবে। তা না হলে তারা শান্তি পাবে না।’
বিএনপির কি ঠেকা পড়েছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে?-বলে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এমন বক্তব্যেরও জবাব দেন কাদের। বলেন, ‘বিএনপি জানে শেখ হাসিনা বা সরকারের অধীনে নয়, নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। তারপরও তারা ব্ল্যাকমেইলিং বক্তব্য দিয়ে যাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে তারা ইচ্ছা করেই ভনিতা করছে।’
সংলাপে বসতে বিএনপির দাবি নাকচ করে কাদের বলেন, ‘যখন ওনার (খালেদা জিয়া) ছেলে মারা গেলেন প্রধানমন্ত্রী ছুটে গেছেন ওনাকে সান্ত্বনা দিতে। কিন্তু উনি দরজা বন্ধ করে দিয়েছেন। উনি এখন সংলাপের কথা বলেন। সংলাপের দরজা তো ওই দিনই বন্ধ করে দিয়েছেন নিজের দরজা বন্ধ করে।’
বিএনপির নেতাদের মধ্যে সৌজন্যে নাই উল্লেখ করে কাদের বলেন, ‘আমরা এতো কিছুর পরও খালেদা জিয়াকে বেগম জিয়া বলি। আর ওনারা বলেন, হাসিনা, হাসিনা। এটা আমাদের কষ্ট লাগে। কারণ বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।’
সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামো গঠনের কাজ অনেকদূর এগিয়েছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘আমার তথ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী সপ্তাহে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন। আগামীকাল (বৃহস্পতিবার) তথ্যমন্ত্রী মালিক ও স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করবেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com