রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- আব্দুল মোতালেব ওরফে রফিক (২৪) এবং তার অন্যতম সহযোগী মো. মাইন উদ্দিন মামুন (২৩)।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২৯ এপ্রিল) বিকেলে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি চক্রের হোতা মো. আব্দুল মোত্তালেব ওরফে রফিক (২৩) এবং তার অন্যতম সহযোগী মো. মাইনুদ্দিনকে (২২) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ