শেয়ারহোল্ডারদের শতাংশ ২৬ (সাড়ে ১৭ নগদ ও সাড়ে ৮ বোনাস) লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির সর্বশেষ বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ টাকা ৭৫ পয়সা করে মোট ১৩১ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৮৮৭ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি। পাশাপাশি সাড়ে ৮ শতাংশ হারে বোনাস শেয়ার দেবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব খালিদ এম এ রউফ। তিনি বলেন, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।
আর কোম্পানির মূলধন বৃদ্ধির লক্ষ্যে বোনাস শেয়ার দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে বোনাস শেয়ার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।
এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৫ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির লাভ কমলেও লভ্যাংশের বেশি দিচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যানে দেখা গেছে, ব্যাংকটি শুধু ২০২১ সালেই নয়, ২০০৯ সালের পর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ দিচ্ছে। ২০০৯ সালে শেয়ারহোল্ডারদের ৩৭ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৬ পয়সা। যা আগের বছর ছিল ২৮ টাকা ৪১ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকা ৪০পয়সা।
বাংলা৭১নিউজ/এসএইচ