এবারের ঈদযাত্রায় আগের মতো যাত্রীদের রাস্তায় দিনরাত বসে থাকতে হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবার বাড়ি যেতে কিছুটা সময় লেগেছে। কিন্তু অতীতের মতো দিনরাত রাস্তায় বসে থাকতে হয়নি।
সবচেয়ে ভালো লেগেছে, রাজধানীতে বসে না থেকে যে যার গ্রামে চলে গেছে। গ্রামের আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ করা সত্যিই খুব আনন্দের।
গণভবনে সকাল ১০টায় দলের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি। করোনা মহামারির কারণে গত তিন বছর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় সম্ভব হয়নি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আজ দেখেছি নামাজে সব জায়গায় আগের মতো ভিড় নেই। সবাই যার যার গ্রামে চলে গেছে। সেইসঙ্গে এখন প্রত্যেক গ্রামে বিদ্যুতের সরবরাহ দিতে পেরেছি। রাস্তাঘাটের উন্নতি করতে পেরেছি।
মানুষের জীবন মান উন্নত হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি