মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি উপদেষ্টার সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আবু সাঈদের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায় অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ সময় নেন তবে ফখরুদ্দিন-মঈনের মতো যেন না হয়: ফারুক সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বায়ুমান ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার: পরিবেশ উপদেষ্টা পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সরকারি কর্মকর্তাদের জন্য ৯ নির্দেশনা নগর পিতা নয়, সেবক হিসেবে মানুষের পাশে থাকব : শাহাদাত আ.লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল, জানালেন হাছান মাহমুদ দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে : মির্জা আব্বাস সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত বেড়ে ৩

সরকার গ্রেফতারের খেলায় মেতেছে: মির্জা ফখরুল

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রমজান মাসে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমান নর-নারী যখন আনন্দ উৎসবের আমেজে থাকে। তখন আওয়ামী অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে, তখন ফ্যাসিষ্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে ঈদের একদিন আগে বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

একই সঙ্গে অবিলম্বে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। জহির উদ্দিন তুহিনকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।’

পৃথক বিবৃতিতে জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। তারা বলেন, অবৈধ, ফ্যাসিবাদী সরকার তাদের নিশ্চিত পতন ঠেকাতে বিরোধী মতের তরুণ ও সাহসী নেতা-কর্মীদের বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে আতংক সৃষ্টির অপচেষ্টা করছে। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। রাজপথের সাহসী ও পরীক্ষিত সৈনিক জহির উদ্দিন তুহিন গ্রেফতার এই ধারাবাহিকতারই অংশ।

নেতৃদ্বয় অবিলম্বে জহির উদ্দিন তুহিনের সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com