বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম

শেয়ারহোল্ডারদের নগদ ও বোনাস লভ্যাংশ দেবে ডাচ্-বাংলা ব্যাংক

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ (নগদ ১৭ দশমিক ৫০ ও বোনাস ৭ দশমিক ৫০ শতাংশ) লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ১ টাকা ৭৫ পয়সার সঙ্গে সাড়ে ৭ শতাংশ হারে বোনাস শেয়ার দেবে কোম্পানিটি।

কোম্পানির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সচিব মনিরুল ইসলাম বলেন, ২০২২ সালে ডাচ্-বাংলার করপরবর্তী মুনাফা হয়েছে ৫৬৬ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৬৭৩ টাকা। তাতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ১৪ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ কোম্পানির ৬৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের ১ টাকা ৭৫ পয়সা করে লভ্যাংশ বাবদ ১২১ কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রাখার পাশাপাশি অন্যান্য খাতে ব্যয় করা হবে।

২০২১ সালে করপরবর্তী কোম্পানির মুনাফা হয়েছিল ৫৫৬ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯১৩ টাকা। তাতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৯৯ পয়সা। সেই বছরও শেয়ারহোল্ডারদের সাড়ে ২৭ শতাংশ (সাড়ে ১৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বেড়েছে, তবুও লভ্যাংশের পরিমাণ বাড়ানো হয়নি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১২ জুন। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

২০০১ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯  টাকা ৮৫ পয়সা। যা আগের বছর ছিল ৫৩ টাকা ১৩ পয়সা। কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ টাকা ৬০ পয়সায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com