ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ, রংপুর ও ময়মনসিংহ জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির ও মো. আকিজ উদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, এ.এস.এম রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম ও মিফতাহ উদ্দীনসহ সংশ্লিষ্ট জোনগুলোর প্রধান, শাখাপ্রধান ও উপ-শাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ