পায়ের তালুর সাথে স্কচটেপ দিয়ে আটকানো ছিল প্রায় এক কেজি ওজনের ৮টি স্বর্ণের বার। ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল সীমান্ত এলাকায়। আগে থেকে ওত পেতে থাকা বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করে জব্দ করে স্বর্ণের বারগুলো।
বুধবার সকালে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা শহরের কেরু চিনিকলের ফটকসংলগ্ন রাস্তা থেকে আটক করা হয় পাচারকারীকে। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শহরের কেরু এলাকার রাস্তায় অবস্থান নেওয়া হয়। এসময় সন্দেহভাজন চাঁদপুর সদর উপজেলার গুণরাজধী গ্রামের আমির হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৪৪) আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশিকালে পায়ের তালুতে স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। আটক পাচারকারীকে দর্শনা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ