সাতক্ষীরায় দ্রুতগতির ট্রাকে পিষ্ট হয়ে রেহানা পারভিন (২৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নয়ন আহমেদ (৩৫)।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে চড়ে ওই দম্পতি শ্যামনগর থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে রেহানা পারভিন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত নয়নকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকীব পান্নু বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইসমাইল মোল্লা বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ