রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন এখনো চলছে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায়

ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা !

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী ৪ সন্তানের জননীর ইজ্জ্বতের মূল্যে ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁর কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা বাকি ১০ হাজার টাকা মাতব্বরগণ নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দু’সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্রণের চেস্টা করে এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯প্রতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেস্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে ১০ হাজার টাকা তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মন্ডল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র আপোষ নামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে। এব্যাপারে কছির বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামা করা হয়েছে।
তিনি বলেন, জরিমানার ৩০ হাজার টাকায় ভিকটিম গৃহবধূকে দেয়া হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, এ বিষয়ে তারা এখানো কোনো অভিযোগ পাননি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সালিশদারের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজশাহীর তানোরে গ্রাম প্রধানের বিরুদ্ধে ধর্ষণ চেস্টার অভিযোগ ধামাচাঁপা, সালিশের নামে প্রহসন ও সালিশে জরিমানার টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসির পক্ষে গত শুক্রবার আব্দুল জলিল বাদি হয়ে কছির ও মালেক নামের দু’জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে আব্দুল জলিল। জানা গেছে, তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী ৪ সন্তানের জননীর ইজ্জ্বতের মূল্যে ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁর কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা বাকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে কছির ও মালেক নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন বলেও প্রচার রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দু’সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্রণের চেস্টা করে এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯প্রতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেস্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে বাঁকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে আব্দুল জলিল গণমাধ্যম কর্মীদের জানান।
এব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মন্ডল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র আপোষ নামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে। এব্যাপারে কছির ও মালেক বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামা করা হয়েছে। তারা আরো বলেন, জরিমানার ৩০ হাজার টাকায় ভিকটিম গৃহবধূকে দেয়া হয়েছে। এব্যাপারে তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com