সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ‘বিশ্বের উন্নত দেশগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করছে বাংলাদেশ’ ভোটের মাঠের নিরাপত্তায় প্রায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৩০৮১০ জন দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

বিশ্বে আরও ৩৭১ মৃত্যু, শনাক্ত ৬৮ হাজারের বেশি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৪৫২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৩৪ হাজার ৭৬৬ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৩১৪ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ফ্রান্স, রাশিয়া, জাপান, মেক্সিকো ও পোলান্ডের মতো দেশগুলোর অবস্থান।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ২৯৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ১১২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৬ হাজার ৩০০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৩৬ জন এবং মারা গেছেন ৩৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৪২০ জনের।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ২১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৪৮০ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ২ জন মারা গেছেন।

ফ্রান্সে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৫৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৯৪ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে শনাক্ত ২ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ১৩ জন, পোলান্ডে শনাক্ত ১ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ১৩ জন, কলম্বিয়ায় শনাক্ত ৭৪৬ জন এবং মারা গেছেন ১২ জন, পেরুতে শনাক্ত ৩৪৩ জন এবং মারা গেছেন ১২ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com