শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী এবং ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফরাজী হাসপাতাল থেকে যেকোন ধরনের চিকিৎসা সেবা গ্রহণে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এক্ষেত্রে দন্ত চিকিৎসা সেবা গ্রহণে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, ব্যাংকের মানব সম্পদ বিভাগের এসভিপি এ. কে. এম. হাসান রহিম, একই বিভাগের ভিপি ফজলুল করিম খান, ফরাজী হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর ফরাজী, হাসপাতালের করপোরেট ও ব্র্যান্ড কমিনিউকেশন বিভাগের প্রধান মো. মোজাম্মেল হক এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্স সেন্টারের ম্যানেজার আপেল মাহমুদ-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ