সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮ নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ

ব্যতিক্রমী হ্যাটট্রিক রোনালদোর, আল-নাসরের গোলবন্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

নতুন এক ধারা শুরু করেছেন রোনালদো! যেন তিনি মাঠে নামছেনই জোড়া গোলের লক্ষ্যে। পর্তুগিজ সুপারস্টার এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করেছেন। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এবার আল-নাসরের হয়ে দুই গোল করেছেন সিআরসেভেন। যার মাধ্যমে তিনি সৌদি ক্লাবটির রাতটাও রাঙিয়ে দিলেন। যার মাধ্যমে তারা প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

আগের দুই ম্যাচে রোনালদোর আক্রমণের শিকার দুই আন্তর্জাতিক দল লিখটেস্টেইন ও লুক্সেবার্গ। এবার ভুক্তভোগী ক্লাব আল-আদাহ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে তাদের মুখোমুখি হয় আল-নাসর। ম্যাচের শুরু থেকেই রোনালদো আদাহ’র দুর্গে অবস্থান নেন। পর্তুগালে যেখানে শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করেছেন আল-নাসরে। ম্যাচের চতুর্থ মিনিটে সফরকারীরা রোনালদোর আক্রমণে এগিয়ে যেতে পারত। তার সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো নিজেদের রক্ষণে চাপ সামলাতে হয় স্বাগতিক আল-আদাহ’র। অল্প সময়ের ব্যবধানে দু’বার তারা নাসরকে পরীক্ষায় ফেলে।

১৪ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল আল নাসর। রোনালদো অবশ্য সেই ফ্রি-কিক নেননি, কোনো ফলও আসেনি। অবশ্য ১৫ মিনিট পর্যন্ত কোনো দলই সেভাবে আক্রমণ শাণাতে পারেনি। এতে দেখাও আর মেলেনি গোলের। ২০ মিনিটের পর বেশ কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় আল-নাসর। তবে তারা সুযোগ হাতছাড়া করে ২৯ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আবদুলরহমান ঘারিব। 

ম্যাচের প্রথম ডেডলাইন ভাঙা গোল আসে ৪০ মিনিটে। আল-আদাহ’র ডি-বক্সে আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নাসর। সে সময় সফল স্পট কিক নেন রোনালদো। তবে শটটি ঠেকাতে বলের দিকে ঝাঁপিয়ে পড়েও আদাহ গোলরক্ষক পরাস্ত হন। তবে এরপর নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। অল্পের জন্য তিনি মাথা ছোঁয়াতে পারেননি। ১-০ গোলে এগিয়ে থেকেই তার দল বিরতিতে যায়।

dhakapost
এ নিয়ে টানা তিন ম্যাচে জোড়া গোল পেলেন সিআরসেভেন

আল-নাসরের আক্রমণ বজায় ছিল দ্বিতীয়ার্ধেও। সেই ধারবাহিকতায় এবার বেশ দ্রুত তারা গোলও পেয়ে যায়। এবার তাদের হয়ে গোল করেন তালিসকা। এই ম্যাচে তিনিও রোনালদোর মতো দুই গোল করেন। ৫৫ মিনিটে তালিসকার গোলে দ্বিগুণ লিড পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এরপর ডান পায়ে অভ্যস্ত পর্তুগিজ তারকা দুর্দান্ত একটি গোল করেন বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে। ৬৬ মিনিটে করা তার সেই গোল আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ ব্যবধান এনে দেয়।

৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন। বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। এক পয়েন্টে পিছিয়ে আছে তারা আল ইতিহাদের চেয়ে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com