নাটোর সদর উপজেলায় ফরহাদ খন্দকার (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ মার্চ) ভোরে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ উপজেলার হয়বতপুর এলাকার মসলুর উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফরহাদ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী স্কুলের শহীদ মিনারের পাশে ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী লুৎফুন্নাহার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ যুবককে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হত্যা মামলা হয়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ