শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা এবার বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, থাকছে চমক ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংসের হুঁশিয়ারি আইআরজিসি’র পাংশায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল আজও বন্ধ শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : মির্জা ফখরুল ‘ডিবিতে আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’ প্রাথমিক নিবন্ধন করেছেন ১০৮৭ হজযাত্রী, এ মাসে প্যাকেজ ঘোষণা এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক: কর্নেল অলি হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারতের রাজনীতিতে বাংলাদেশিদের যেভাবে অবজ্ঞার পাত্র বানানো হল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জাহাজে আগুনের পর সমুদ্রে লাফ, এক নাবিকের মৃত্যু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, জেলাজুড়ে জলাবদ্ধতা হাইতিতে অপরাধী চক্রের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৭০ ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন

মালয়েশিয়া-সিঙ্গাপুর যাচ্ছে তিস্তা চরের মিষ্টি কুমড়া

রংপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

তিস্তা চরাঞ্চলের মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়া-সিঙ্গাপুরে। ২০ কোটি টাকার অর্ডার পেয়ে সরাসরি চাষিদের থেকে কিনছে দুটি প্রতিষ্ঠান। লাভবান হচ্ছেন কৃষক।

এককালের মঙ্গাপীড়িত রংপুরের গঙ্গাচড়ার ৯০ শতাংশ এলাকাই তিস্তা নদীবেষ্টিত। দেড় শতাধিক ছোট-বড় চরের ২২টিতে হচ্ছে কুমড়ার চাষ। ছালাপাক চরাঞ্চলের দেড় হাজার হেক্টর জমিতে উৎপাদিত উন্নত জাতের মিষ্টি কুমড়া নজর কেড়েছে সবার।

মিষ্টি কুমড়া চাষিরা জানান, আগে তামাক চাষ করতাম, এখন তা বাদ দিয়ে কুমড়া চাষ করছি। দামও ভালো পাওয়া যাচ্ছে। 

তপ্ত বালুচরে কীটনাশক ছাড়া গোবর সারেই হচ্ছে বিষমুক্ত ব্যাংকক ১ হাইব্রিড কুমড়ার চাষ।

পাম্পিং প্ল্যান প্রকল্প মাঠ কর্মী রোকসানা বিলকিছ বলেন, “ভালো বীজ, পরামর্শ দিয়ে যাচ্ছি। কীটনাশক ছাড়া আবাদের চেষ্টা করা হচ্ছে।”

দুটি দেশি প্রতিষ্ঠান সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কুমড়া রপ্তানির অর্ডার পেয়েছে। 

রংপুর এগ্রো লিমিটেডের সত্ত্বাধিকারী রতন মিয়া বলেন, “আমরা এ পর্যন্ত ২শ’ টন বিদেশে পাঠিয়েছি। আগামী আরও ৪-৫শ’ টন যাবে আশা করছি।”

সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে প্যাকেটজাত করায় কর্মসংস্থান হয়েছে বেশকিছু মানুষের।

স্থানীয় শ্রমিকরা জানান, ভালো করে পরিষ্কার করার পর ওজন করে প্যাকেট করি। গাড়ি এসে এগুলো নিয়ে ঢাকায় যায়। সেখান থেকে বিদেশে পাঠানো হয়। 

মিষ্টি কুমড়া রপ্তানি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান বলেন, “এই পরিশ্রমের ফসল যখন বিদেশে যাচ্ছে এবং টাকা আসছে তখন কৃষক তো উপকৃত হচ্ছেই দেশও উপকৃত হচ্ছে।”

চাহিদা বাড়তে থাকায় বিষমুক্ত এই কুমড়া উৎপাদনে আগ্রহী আরও অনেক চাষি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com