গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজগেট এলাকায় মানসিক ভারসম্যহীন এক ছেলে তার মা জ্যোৎস্না বেগমকে (৬০) জবাই করে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত শাখাওয়াত হোসেন মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত জ্যোৎস্না বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।
জ্যোৎস্না বেগমের মেয়ে জামাই বজলুর রহমান বলেন, কয়েক বছর ধরে মানসিক ভারসম্যহীন শাখাওয়াত। তিনদিন আগে চিকিৎসার জন্য শাখাওয়াতকে নিয়ে শাশুড়ি কোনাবাড়ি কলেজগেট এলাকায় আমার বাড়িতে আসেন। আজ দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।
এসময় শাখাওয়াত তার মাকে রুমে ডেকে নেয়। একপর্যায়ে শাখাওয়াত ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়। বাসার লোকজন ঘরের দরজা খুলতে বললেও শাখাওয়াত তাতে সায় দিচ্ছিলো না। পরে দরজা ভেঙে দেখা যায়, শাখাওয়াত বটি দিয়ে নিজের মাকে গলা কেটে হত্যা করে পাশেই বসে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ